বাক্ ‌১৪৭ ।। বিদিশা সরকার

 


সাইকেল 

 

সময় গড়িয়ে চলে পৌষের রোদ্দুরের মত 

স্পেস বারে অপেক্ষা ঝিমায়

শীত শীত গোড়ালিতে

অ্যালোভেরা জেল

            ফাটাগুলো জুড়ে যায় 

            ভানুমতি নাছোড় এমনই ! 

 

 

অথচ স্হবির ভেবে ফিরে গেল শৈশবের মাঠ 

ফল ফুল নাম দেশ পদবীরা সব .....

 

সোমত্ত মেয়েটি তার গোড়ালিতে বিঁধে থাকা

কাঁটা নিয়ে তবু 

ফাঁকা মাঠে সাইকেল চালায় 

 

 

 

রাত বিষয়ক 

 

রাত হলে আমাদের নির্বাক টকিজ তারা গোনে 

মাফিয়ারা চলাচল করে যেই রাতে 

সেই রাতে ।

 

রাত হলে আমাদের রক্ত জালিকা ছিঁড়ে

ফিনকি দিয়ে ওঠে সাবা আলি 

 

কোথায় পৌঁছাব সেই আরোহণে 

কোথায় উত্তর পত্র কন্টাক্ট লেন্স

আরোগ্যের অভিনব থার্মোমিটারে 

স্যারিডন 

মাইনর 

হোচিমিন সরণী হেঁটে যায় 

 

দু'একটা বোতাম কুড়িয়ে

সূচ খুঁজি 

দর্জিপাড়া জাগে 

 


No comments:

Post a Comment