স্বেচ্ছাসেবী ও কাক
এইমাত্র
মৃতদেহ নিয়ে রওনা দিল কয়েকটা ছেলে
খইয়ের
পিছু নিয়েছে একটা কাক
ছেলেগুলোর
সঙ্গে মৃতব্যক্তি সম্পর্কবিহীন
এদের
সবার ঈশ্বরও আলাদা
কয়েকশ
টাকায় বন্দোবস্ত সব
ঐ
কাক আর ছেলেগুলোকে
স্বেচ্ছাসেবী নাও
ভাবতে পারেন!
কাক
ও ছেলেগুলোর আসলে
ভীষণ ক্ষিদে
আছে...
No comments:
Post a Comment